বাংলাদেশেও চিয়া চাষ শুরু

মানবদেহের জন্য ভীষণ উপকারী চিয়া সিডের চাষ শুরু হয়েছে বাংলাদেশেও। জানা গেছে অতি সম্প্রতি যশোরের মনিরামপুর উপজেলায় একজন কৃষক তার কৃষি বিজ্ঞানী ভাইয়ের সহযোগিতায় এই ভেষজটির চাষ শুরু করেছেন। উচ্চ মাত্রার পুষ্টিগুণ সমৃদ্ধ এই চিয়া বাংলাদেশের বাজারে দুই হাজার টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।

যদিও এটি মুলত কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, চিলি, মেক্সিকো ও নিউজিল্যান্ডের মতো উন্নত দেশে ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। চিয়ার চাষবাসের সাথে মিল আছে তিসির।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মশিউর রহমান কানাডা থেকে ২০১৬ সালে এই চিয়া বীজটি এনে পরীক্ষামুলকভাবে চাষ করেন।পরে তিনি এটি তার ভাইয়ের মাধ্যমে যশোরে চাষ শুরু করান। তিনি দীর্ঘদিন গবেষণার পর দেখতে পান যে এদেশের মাটি ও আবহাওয়ায় চিয়ার উৎপাদন সম্ভব।

চিয়া দেখতেও অনেকটা তিসির মতো। তবে এর পুষ্টিগুণ এ জাতীয় অন্য যে কোন শষ্যের চাইতে বেশি। আবার দামও অনেক বেশি বলে কৃষকরা অনেক উপকৃত হবে। সাধারণত কার্তিক অগ্রাহয়নে এর বীজ রোপন করতে হয়। মাত্র ২০০ গ্রাম বীজ দিয়েই এক বিঘা জমিতে এই চিয়া লাগানো সম্ভব।এক দুইবারের বেশি সেচ দেয়া লাগে না। তাছাড়া এই গাছে পোকামাকড়ের উৎপাতও কম বলে অভিজ্ঞজনরা জানিয়েছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *