দৃষ্টি কাড়ে বোগেনভিলিয়া
নাম তার বাগানবিলাস, ইংরেজীতে বোগেনভিলিয়া (Bougainvillea)। মুলত প্রখর রোদেলা দিনে বেশি রং ছড়ায় এই ফুল গাছটি।
বোগেনভিলিয়ার আদিনিবাস আমেরিকায়। কখন কিভাবে কার হাত ধরে এদেশে এসেছে, তা জানা না থাকলেও এর বাংলা নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রায় জায়গাতেই ফুল চর্চাকারীদের বাড়িতে দেখা যায় গাছটিকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নাকি বোগেনভিলিয়া নামটা খটমটে মনে হয়েছিল। তাই তিনি এর নাম দিয়েছিলেন বাগান বিলাস।
এখন এটি সব ঋতুতেই দেখতে পাওয়া যায়। মন কাড়া রংয়ের কারণে গন্ধ না থাকার পরও মানুুষ ফুলটিকে অনেক ভালবাসে। এর মাতোয়ারা রংয়ে রুপে অন্য ফুলগুলো কিছুটা হলেও ম্লান হয়ে পড়ে। মোটা দাগে লাল, সাদা, হলুদ বেশি চোখে পড়লেও হালে একই গাছে একাধিক রংয়ের সমাহারও দেখা যায়। এ কারণে এটি বাড়তি কদর পাচ্ছে।