গাছের জন্য উপকারী সরিষার খৈল
অনেকেই ফুল ফল কিংবা সব্জি চাষে রাসায়নিক সারের ব্যবহার পছন্দ করেন না। কিন্তু গাছেরও তো খাবার লাগে। বিশেষ করে ছাদে ও বারান্দায় সীমিত পরিসরে লাগানো গাছের বেলায়। এ যেন শরীরের পুষ্টি পূরণের মতো ব্যাপার।
গাছের জন্য এরকম পুষ্টিকর একটা খাবার সরিষার খৈল। এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। অভিজ্ঞদের মতে এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন আছে।
কিন্তু এই সরিষার খৈল সরাসরি দিলে হবে না। এজন্য খৈলের সঠিক ব্যবহার বিধি জানা দরকার। একাধিক ব্যবহারবিধি উল্লেখ করা হলো।
১. প্রথমে খৈল গুঁড়ো করে নিবো। তারপর টবের মাটি খুঁড়ে নিতে হবে। গাছ ছোট হলে মূল থেকে ৩০ সেন্টিমিটার দূরে আর বড় গাছ হলে মূল থেকে ৬০ সেন্টিমিটার দূরে এক চামচ খৈল গুঁড়ো দিতে হবে।এভাবে মাসে একবার খৈল ব্যবহার করলে গাছ পুষ্টি পাবে।
২. আরেকটি উপায় হলো ২৫০গ্রাম সরিষার খৈল নিয়ে এতে ৫ লিটার পানি মেশানো। দিন পাচেক এ মিশ্রণকে ভিজায়ে রাখতে হবে। এরপর ভিজানো পানি ছেকে গাছের গোঁড়ায় দিতে হবে । অবশ্য মিশ্রণটি প্রখর রোদে দেয়া যাবে না। অভিজ্ঞ বাগান কর্মীদের মতে এভাবে ৭, ১৪ ও ২১ দিন পরপর খৈল দিলে গাছ ভাল পুষ্টি পায়।
৩.এ পদ্ধতিতে সরিষার খৈল ও সমপরিমাণ মাটি গুঁড়ো করে মিশাতে হবে।এরপর মিশ্রণটি ৭ দিন রোদে শুকিয়ে এক মাস পরপর দিতে হবে গাছে।