কোথায় কি গাছ লাগাবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেছেন, যেখানে যতটুকু জায়গা আছে, অন্তত একটা হলেও গাছ লাগান। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সারাদেশে ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এদিন সকালে গণভবন চত্বরে প্রধানমন্ত্রী তেঁতুল, ছাতিয়ান এবং চালতা গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্ধোধন করেন।
এ প্রেক্ষিতে আমরা দেখে নেই বিশেষজ্ঞরা কোথায় কি গাছ লাগাতে বলেছেন। সাধারণত জুন, জুলাই ও আগস্ট মাস গাছ লাগানোর সময়। করোনা ভাইরাসের কারণে এবার বাধাগস্থ হলেও জেলা ও উপজেলায় বৃক্ষমেলা কিংবা নার্সারিতে এখন যথেষ্ঠ চারা পাওয়া যায়। এসব গাছের মধ্যে আছে ফলজ, ঔষধি ও কাঠের উপযোগী গাছ।
দরকার বন্যামুক্ত, আলোবাতাস ও সূর্যালোক পড়ে এমন জায়গা।