করোনায় অনিশ্চিত বৃক্ষমেলা
বিধিনিষেধ শিথিল হলেও করোনাভাইরাসের কারণে এবার বৃক্ষমেলার আয়োজন অনিশ্চিত।
ঘাতক মহামারীটির কারণে অন্যান্য ক্ষেত্রগুলোর মতো নার্সারি ব্যবসায়ও ছিল মন্দা। ধীরে ধীরে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করলেও মানুষজন ঘরবন্দী থাকায় এবং বর্ষার আগমনে প্রকৃতি সতেজ হয়ে ওঠায় নার্সারিগুলো এখন ভাল ব্যবসা করছে।
কিন্তু বর্ষার এ সময়টায় সাধারণ মানুষজন গাছগাছালি কেনার জন্য মুলত বৃক্ষমেলার জন্য অপেক্ষায় থাকে। গত প্রায় ১৫ বছর ধরে সারা দেশে জেলা-উপজেলায় নিয়মিতই বৃক্ষমেলা হয়ে আসছে। বর্ষার এ সময়ে প্রতি বছর জুনে ঢাকায় মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
ঢাকায় যারা ছাদবাগান করেন, তাদেরও ফুল ফল কিংবা সব্জির চারা কেনার অন্যতম নির্ভরযোগ জায়গা হলো এই বৃক্ষ মেলা। বিশেষ করে এতে প্রচুর রকমের গাছগাছালি মেলে।
কিন্তু করোনা আতংকে এবার জুন পেরিয়ে জুলাই চলছে। তাই মেলাটি নিয়ে যেমন দুশ্চিন্তা চলছে, তেমনি জুন থেকে অগাস্ট পর্যন্ত সারাদেশে যে বৃক্ষ রোপন অভিযান চলে, সেই কর্মসূচি নিয়েও আছে অনিশ্চয়তা।